কাপাসিয়ায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার কাপাসিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সাহাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ রিয়াজুল হান্নান।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শেখ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাবেক ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা ও মডিউল গ্রুপের চেয়ারম্যান ডা. ফজিলাতুন নেসা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, যুবদল নেতা মামুনুর রশিদ, মহিবুর রহমান, আশরাফুল আলম সোহেল প্রমুখ।
উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে এবার পাঁচ শতাধিক বৃত্তিপ্রাপ্তকে সনদপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়।