গাজীপুরের পাজুলিয়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর মহানগরীর পাজুলিয়ায় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পাজুলিয়া উত্তরপাড়া আলীমু জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার রাতে এ মাহফিলের আয়োজন করা হয়।
এতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সালাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস ও বিশেষ অতিথি ছিলেন সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল।
মাহফিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেসমিন বিল্ডার্স ও ফাকরুল ইসলাম জেনারেল হাসপাতালের পরিচালক ফাকরুল ইসলাম।
পাজুলিয়া উত্তরপাড়া আলীমু জামে মসজিদের ইমাম আজিজুল হক আল-মাদানীর পরিচালনায় প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন সদর থানা জামে মসজিদের ইমাম মুফতি মাহমুদ হাসান নূরী।
মাহফিলে বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন মুফতি হাবিবুল্লাহ বিন আজাদ ও মাওলানা কামাল উদ্দিন গাজীপুরী।