কাপাসিয়ার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হাইলজোরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কাপাসিয়া প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়ার ঐতিহ্যবাহী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হাইলজোর-এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
এতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদের ব্যবস্থাপনায় ও সহকারী শিক্ষক হরিমোহন বিশ্বাসের পরিচালনায় মুখ্য আলোচক ছিলেন শহীদ তাজউদ্দীন আহমদ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আফলাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, অভিভাবক প্রতিনিধি মো. আসাদুজ্জামান প্রমুখ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, লোহাদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান তার বক্তব্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ফরমায়েশি শিক্ষা ব্যবস্থার ফলে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক অবক্ষয় নেমে এসেছিল। আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে।
ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার আজিজুর রহমান পেরা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের শত ভাগ হাজিরা নিশ্চিত করতে হবে। এলাকাবাসীকে সাথে নিয়ে ইভটিজিংসহ যে কোন অপকর্ম রোধ করা হবে।