গাজীপুরে শহীদ বৃত্তি পরীক্ষায় অংশ নিল ৮ শতাধিক শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : শিশু শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রতিযোগিতায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে গাজীপুরের অন্যতম বেসরকারি বৃত্তি প্রকল্প ‘শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।

নগরীর দক্ষিণ ছায়াবীথি এলাকার কাজী আজিমউদ্দিন কলেজ রোডস্থ শহীদ ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজ ভবনে শুক্রবার বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে গাজীপুর মহানগরের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত দুটি শিফটে পরীক্ষা নেওয়া হয়।

কেন্দ্র সচিব আকতার উজ জামান জানান, বৃত্তি পরীক্ষায় ৫৪ জন হল পরিদর্শক ও ১৫ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এমদাদুল হক ও আজহারুল ইসলাম, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহানগর শাখার সভাপতি হালিম মিয়া এবং সাপ্তাহিক ঘটনার আড়ালের ভারপ্রাপ্ত সম্পাদক রুবেল সরকার।

শহীদ ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান শহীদুল ইসলাম জানান, তারা ২০১১ সাল থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছেন। এবারের পরীক্ষার ফলাফল আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঘোষণা করা হতে পারে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker