ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে সরকারি ৭ কলেজ আলাদার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক : অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সাত কলেজের ভর্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মধ্যে রবিবার মধ্যরাতে সংঘাতের পর সোমবার সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারি সাত কলেজের বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ধৈর্য ধারণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো-

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথকীকরণ।

২. সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে এক বছর এগিয়ে এ বছর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়া।

৩. শিক্ষার্থীদের দাবি অনুযায়ী গত ২৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য জোর সুপারিশ।

৪. ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণসহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত নেবে।

৫. যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker