গাজীপুর সদরের টিও শামীমের দুর্নীতির তদন্ত করলেন ডিডি

ঘটনার আড়ালে প্রতিবেদন : গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদের নানা অনিয়ম ও দুর্নীতির আনুষ্ঠানিক তদন্ত হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ রকিব উদ্দিন গত ২৫ ফেব্রুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।
এর আগে বিষয়টির ওপর গত ১৩ ফেব্রুয়ারি সাপ্তাহিক ঘটনার আড়ালের প্রিন্ট ও ১৪ ফেব্রুয়ারি ঘটনার আড়ালের অনলাইন সংস্করণে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এ নিয়ে চলে তোলপাড়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিবেদনটি আমলে নিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দেয়। এ সংক্রান্ত একটি অনুলিপি ঘটনার আড়ালের ভারপ্রাপ্ত সম্পাদককেও দেওয়া হয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রকিব উদ্দিন দীর্ঘ সময় নিয়ে তদন্ত করেছেন। এতে তাকে সহায়তা করেন অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (তদন্ত ও শৃঙ্খলা) মো. রোকনুজ্জামান।
এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেশ কিছু শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তা লিখিত সাক্ষ্য দেন। তাদের মধ্যে কয়েকজনের সাক্ষ্যে অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদের ঘুষ গ্রহণের তথ্য ওঠে আসে।
এ ছাড়া করোনাকালীন ক্ষুদ্র মেরামত প্রকল্পে নগরীর পোড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাজ যথাযথভাবে না করে অর্থ আত্মসাৎ ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ঘর বিক্রির টাকা সরকারের কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের প্রসঙ্গ তুলে ধরা হয়।
উল্লেখ্য, শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ দীর্ঘদিন ধরে গাজীপুর জেলায় কর্মরত আছেন। তিনি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে চার বছরেরও বেশি সময় ধরে বহাল রয়েছেন।
শামীম আহমেদের বিরুদ্ধে কয়েকজন সহকারী শিক্ষা কর্মকর্তা ২০২০ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর লিখিত অভিযোগ করেছিলেন। কিন্তু তদন্ত সুষ্ঠু না হওয়ায় তিনি পার পেয়ে যান।
এমনকি শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ বদলি ঠেকাতে ২০২১ সালে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলাও করেছেন। শাস্তিমূলক ব্যবস্থা থেকে রক্ষা পেতে এখন ওপর মহলে তদবির করছেন বলে জানা গেছে।
ডিডি মোহাম্মদ রকিব উদ্দিন ঘটনার আড়ালে-কে বলেন, তারা শিক্ষকদের সঙ্গে কথা বলে দুর্নীতির তথ্য বের করার চেষ্টা করছেন। এ জন্য তিনি সবার সহযোগিতা চান।

আরও পড়ুন : দুর্নীতি ধামাচাপা : গাজীপুর সদরের টিও শামীমের খুঁটির জোর কোথায়?

আরও খবর

Back to top button