গাজীপুরে হামলা ও গাছ লুটের ঘটনায় অবশেষে মামলা, গ্রেফতার ১
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে চাচা-ভাতিজাকে কুপিয়ে ও পিটিয়ে জখম এবং পুলিশের সোর্স পরিচয়ে গাছপালা লুটের ঘটনায় অবশেষে মামলা নিয়েছে জয়দেবপুর থানা। এক আসামিকে গ্রেফতারও করা হয়েছে।
এর আগে গত ২১ এপ্রিল ঘটনা দুটি নিয়ে সাপ্তাহিক ঘটনার আড়ালে-তে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তৎপর হয় পুলিশ প্রশাসন।
মামলা সূত্রে জানা যায়, সদর উপজেলার ভবানীপুর এলাকার আবদুল মান্নান ভূঁইয়ার ছেলে জাহাঙ্গীর আলম ভূঁইয়াকে (২৭) গত ১৭ আগস্ট বিকেলে প্যাকলাইন কারখানার সামনে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিয়ে জখম করা হয়। খবর পেয়ে তার চাচা খালেক ভূঁইয়া ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রতিবাদ করলে তাকেও এলোপাতাড়ি মারপিট করা হয়।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আর্থিক লেনদেন সংক্রান্ত দ্বন্দ্বের জেরে এ হামলা চালানো হয়। এ ঘটনায় খালেক ভূঁইয়া বাদী হয়ে থানায় এজাহার দাখিল করেন।
দুই মাস আগের এই এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলা নম্বর ৩৭ (৪) ২৫। আসামিরা হলেন একই এলাকার স্বপন, আবদুর রহিম, সাইফুল ইসলাম ওরফে ডয়িং, মানিক, কাউসার ও নয়ন।
অপরদিকে পুলিশের সোর্স পরিচয়ে পিরুজালী সড়কঘাট এলাকার বেলায়েত চোকদারের জমির প্রায় তিন লাখ টাকার গাছপালা জোরপূর্বক কেটে বিক্রি করে দেওয়া হয়। বর্তাপাড়া এলাকার শামসুল হকের ছেলে হাসান এ ঘটনা ঘটান।
এ ঘটনায় হাসান ও গাছের ক্রেতা পিরুজালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়। এক পর্যায়ে বাদী ন্যায় বিচারের দাবি জানিয়ে হোতাপাড়া এলাকায় সংবাদ সম্মেলনও করেন।
ঘটনার আড়ালে-তে প্রতিবেদন প্রকাশের পর এই এজাহারও মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলা নম্বর ৩৪ (৪) ২৫। একই সঙ্গে আসামি মোশারফ হোসেনকে দ্রুত গ্রেফতার করে আদালতে প্রেরণ করে পুলিশ।
এ ব্যাপারে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম ঘটনার আড়ালে-কে বলেন, পুলিশ দুটি অভিযোগেরই তদন্ত করেছিল। পরে উভয় পক্ষ স্থানীয়ভাবে মীমাংসার জন্য সময় নেয়। কিন্তু সর্বশেষ অবস্থা অবগত করা হয়নি। পরে ঘটনার আড়ালে-তে প্রতিবেদন দেখে ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, মামলার চার্জশিট সাধারণত এক মাসের মধ্যে দেওয়া হয়ে থাকে। আসামিদের গ্রেফতারের জন্য মামলা দুটির তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি। আমরা সব সময় নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।