ঢাকা প্রেস ক্লাবের ১১ সদস্যের কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর টিকাটুলিতে অবস্থিত ঢাকা প্রেস ক্লাবের ১১ সদস্যের কমিটি গঠিত হয়েছে।

গত ৩১ আগস্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রকনুল হক স্বাক্ষরিত পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এতে দীপংকর গৌতম সভাপতি ও সাদেক মাহমুদ পাভেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সেলিম, মঞ্জুর হোসেন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমুল আহম্মেদ তৌফিক, অর্থ সম্পাদক মোহাম্মদ মাসুদ, প্রচার সম্পাদক বাপ্পাদিত্য বসু, দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক আলাউদ্দিন আহম্মেদ ও নির্বাহী সদস্য মাহবুবুর রহমান পলাশ।

উল্লেখ্য, ঢাকা প্রেস ক্লাব নানা বাধা অতিক্রম করে ৩৬ বছরে পদার্পণ করেছে। কতিপয় অপসাংবাদিক নিবন্ধিত সংগঠনটির নাম ভাঙিয়ে ধান্ধাবাজির চেষ্টা করছিল।

আরও খবর

Back to top button