‘সমন্বয়ক’ রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদা আনতে গিয়ে গ্রেফতারকৃত সমন্বয়ক আবদুর রাজ্জাক ওরফে রিয়াদের বাসা থেকে দুই কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে।
বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে উপ-কমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নাখালপাড়ায় রিয়াদের ভাড়া বাসা থেকে চারটি চেক উদ্ধার করা হয়। এ ঘটনায় আলাদা একটি মামলা প্রক্রিয়াধীন।
অভিযুক্ত রিয়াদ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদাবাজির ঘটনায় তাকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।