অতিরিক্ত আইজিপি মতিউর রহমান শেখকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মতিউর রহমান শেখকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

প্রায় ৩৪ বছরের কর্মজীবন শেষে অবসরে যাওয়ার প্রাক্কালে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

এতে পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমের সভাপতিত্বে পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বাহারুল আলম বলেন, পুলিশের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে মতিউর রহমান শেখ অত্যন্ত সুনামের সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তার ভূমিকা প্রশংসনীয়।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা বিদায়ী অতিরিক্ত আইজিপির বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন। তিনিও পেশাগত দায়িত্ব পালনকালে সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, মতিউর রহমান শেখ ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার পদে পুলিশ বাহিনীতে যোগ দেন। তিনি পদোন্নতি পেয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডির প্রধানও ছিলেন। সর্বশেষ পুলিশ সদর দপ্তরে দায়িত্ব পালন করেন।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker