দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই : মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে তাড়িয়ে স্বাধীনতার নতুন স্বাদ পেয়েছি। অনেকে বলেন দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকের স্বাধীনতা দিবস প্রমাণ করে, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নেই।
তিনি বলেন, যারা বলেন, তারা আজকের স্বাধীনতা দিবসকে খাটো করতে চান। একাত্তরের স্বাধীনতায় তাদের কোন ভূমিকা ছিল না। আমি বলব, তারা যেন এখানেই বিরত থাকেন।
বুধবার মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর মির্জা আব্বাস সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রতিটি দলের নিজস্ব আদর্শিক জায়গা আছে। যার যার মতাদর্শ থেকে কথা বলে। এমন সময় যদি কখনো আসে, জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাব।