গাজীপুর পরিবেশের ‘ঘুষখোর’ ডিডি নয়ন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি

নিজস্ব প্রতিবেদক : পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের বিতর্কিত উপ-পরিচালক নয়ন মিয়াকে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী স্বাক্ষরিত পত্রে সোমবার তাকে বদলির আদেশ হয়।

এর আগে গত ৭ মে ও ৪ জুন ঘটনার আড়ালের প্রিন্ট ও অনলাইন সংস্করণে ডিডি নয়ন মিয়ার ঘুষ-দুর্নীতি নিয়ে দুটি তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়।

এ নিয়ে চলে ব্যাপক তোলপাড়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত শুরু হয়।

আরও পড়ুন : গাজীপুরে ‘নিষিদ্ধ মৌজায়’ মাদবর এগ্রোর দূষণের দাপট, ডিডি নয়নের কারসাজিতে ছাড়পত্র!

সরেজমিনে প্রাপ্ত তথ্যমতে, ডিডি নয়ন মিয়া গাজীপুরে যোগদান করার পর ব্যাপক ঘুষ-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। সুযোগ পেয়ে দূষণ সৃষ্টিকারী শিল্প মালিকরা বেপরোয়া হয়ে ওঠেন।

এর মধ্যে তিনি সদর উপজেলার নলজানী এলাকার নিষিদ্ধ স্থানে কারসাজি করে মাদবর এগ্রো ইন্ডাস্ট্রিজের পরিবেশগত ছাড়পত্র পাইয়ে দিয়েছেন।

কারখানাটি দীর্ঘদিন ধরে মারাত্মক পরিবেশ দূষণ করে আসছে। পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট উইং মালিককে একবার দুই লক্ষাধিক টাকা জরিমানা করলেও অবস্থার কোন পরিবর্তন হয়নি।

এতে আশপাশের বাসিন্দাদের ভোগান্তি ব্যাপক বেড়েছে। বানিয়ারচালা এলাকার নর্দান মার্বেল এন্ড গ্রানাইট ইন্ডাস্ট্রিজের দূষণের ঘটনায়ও নয়ন মিয়া রহস্যজনক ভূমিকা পালন করছিলেন।

অভিযোগ রয়েছে, সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিনের ছেলের সঙ্গে ডিডি নয়ন মিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই প্রভাব কাজে লাগিয়ে তিনি মোটা অঙ্কের টাকার ছাড়পত্র বাণিজ্য করেছেন।

আরও পড়ুন : গাজীপুরে অবৈধ নর্দান মার্বেল টাইলস কারখানার দূষণ চলছেই, ডিডি নয়নের বাণিজ্য চাঙ্গা!

আরও খবর

Back to top button