গাজীপুরে প্রতিবাদের নামে ভাঙচুর-লুটপাট, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদ কর্মসূচি থেকে গাজীপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সোমবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

তারা হলেন নগরীর গাছা থানার পূর্ব কলমেশ্বর এলাকার আমির হোসেনের ছেলে জয়নাল আবেদীন, নোয়াখালীর সবুজ খানের ছেলে সিয়াম খান অনিক, ময়মনসিংহের বালিপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে শিমুল আহাম্মেদ শাওন ও শরীয়তপুরের মোল্লারকান্দি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শাহীন। তাদের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।

এর আগে সোমবার দুপুরে বোর্ডবাজার এলাকায় বহুজাতিক বাটা কোম্পানির শোরুম, রাঁধুনী হোটেল ও তৃপ্তি হোটেলে এসব ঘটনা ঘটে। পরে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী বাদী হয়ে গাছা থানায় মামলা করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী উপ-কমিশনার হাফিজুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে জানান, দুষ্কৃতিকারীরা মিছিলের সুযোগ নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল এবং বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তীতে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দুষ্কৃতিকারীদের শনাক্ত করে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই ঘটনায় সরাসরি উসকানিদাতা ও পরিকল্পনাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker