গাজীপুরে পুলিশের সোর্স পরিচয়ে গাছপালা লুট, থানা নীরব
মেহেদী হাসান সবুজ : গাজীপুরে পুলিশের সোর্স পরিচয়ে জোরপূর্বক এক ব্যক্তির গাছপালা কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এ নিয়ে জয়দেবপুর থানায় অভিযোগ করলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার হোতাপাড়া এলাকার ভাওয়াল পাঠাগারে সংবাদ সম্মেলনে পিরুজালী সড়কঘাট এলাকার বেলায়েত চোকদার এ অভিযোগ করেন।
ভুক্তভোগী বলেন, বর্তাপাড়া এলাকার শামসুল হকের ছেলে হাসান দিনের বেলা তার জমি থেকে মেহগনি ও আকাশমনিসহ প্রায় তিন লাখ টাকার গাছ কেটে নিয়ে যান। পরে সেগুলো ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেনের কাছে বিক্রি করে দেওয়া হয়।
এ ঘটনায় জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ করার পর এসআই নূরে আলম ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন। কিন্তু ১৫ দিন পার হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
বেলায়েত চোকদার বলেন, তিনি ন্যায় বিচারের আশায় পিরুজালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমানের কাছে গিয়েও কোন সহযোগিতা পাননি। ১৭ বছর আগে বর্তাপাড়ায় ক্রয়কৃত ১০ কাঠা জমিতে ওই গাছগুলো রোপণ করা হয়েছিল।
তিনি আরও বলেন, আমি একজন সাধারণ মানুষ। আমাকে এখন নানা হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চাই।