স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা জানি, সমাধানের হাতিয়ার নেই : উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, এখনও বেশির ভাগ সন্তান প্রসব হচ্ছে বাড়িতে। স্বাস্থ্য কেন্দ্রে, সরকারি হাসপাতালে প্রসব কম হয়। সরকারি হাসপাতালে বেলা একটা-দুইটার পর চিকিৎসক থাকেন না।
তিনি বলেন, মাতৃস্বাস্থ্যের দিক বিবেচনা করলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা খুবই শোচনীয়। দেশে মাতৃস্বাস্থ্যের যে কর্মকাণ্ড দরকার ছিল, তার ধারে-কাছেও স্বাস্থ্য ব্যবস্থা নেই। স্বাস্থ্যবিধি বিবেচনা করলে যে গুণগত মান রক্ষা করা প্রয়োজন, তা হাসপাতালগুলোতে নেই।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘গ্রামীণ নারীদের মাতৃস্বাস্থ্য সুরক্ষা ও দাইমাদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় উপদেষ্টা এসব কথা বলেন।
তিনি বলেন, সব জায়গায় করুণ চিত্র। চিকিৎসক সংকট প্রচণ্ড। সরকারি হাসপাতালে যত চিকিৎসক দরকার, তত নেই। বিভিন্ন কারণে তারা দেশের বাইরে অবস্থান করেন।
উপদেষ্টা বলেন, সরকারের কাছে এমন কোন মেকানিজম নেই, জাদুবলে পরিবর্তন করতে পারব। সমস্যার কথা জানি। সমস্যা সমাধানের হাতিয়ার আমার কাছে নেই।
তিনি আরও বলেন, আমি চাইলেই ডাক্তার নিয়োগ দিতে পারব না। আমার ইচ্ছা যদি পারি, কিছু সুপারিশ রেখে যাব। যাতে পরবর্তী সরকার তা গ্রহণ করে।