গাজীপুরের সালনা ভূমি অফিসের ‘কোটিপতি’ নায়েব আক্কাস ও শেফালীকে বদলি
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের সালনা ভূমি অফিসের বিতর্কিত ভূমি সহকারী কর্মকর্তা আক্কাস আলী ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা বেগম শেফালী আক্তারকে বদলি করা হয়েছে।
তাদের দালাল লালন, জমির নামজারি ও জমাভাগে ঘুষ আদায় এবং জমির খাজনা আদায়ে ব্যাপক কারসাজির ওপর গত ২০ মে ঘটনার আড়ালে-তে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এ নিয়ে চলে তোলপাড়। পরে তৎপর হয় প্রশাসন। উমেদার নামধারী স্থানীয় দালাল লুৎফর রহমানও চাপে পড়েন।
গত ২০ জুন জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) সাইফুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে অভিযুক্তদের বদলি করা হয়।
তাদের মধ্যে ভূমি সহকারী কর্মকর্তা আক্কাস আলীকে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়ন ভূমি অফিসে ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা শেফালী আক্তারকে কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়ন ভূমি অফিসে ২৪ জুনের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ওই কর্মকর্তারা গত বছরের ১৪ নভেম্বর নগরীর সালনা ভূমি অফিসে যোগদান করেন। গত সাত মাসে তারা ব্যাপক ঘুষ-দুর্নীতিতে জড়িয়ে পড়েন।
অভিযোগ রয়েছে, আক্কাস আলী ও শেফালী আক্তার যে অফিসেই যান, সেখানেই বাণিজ্য শুরু করেন। তারা কোটিপতি নায়েব হিসেবে পরিচিত।
ভুক্তভোগীরা বলছেন, অভিযুক্তদের লোভনীয় ভূমি অফিস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে তাদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে দৃষ্টান্ত হবে। সেবাপ্রার্থীদের হয়রানিও কমবে।
আরও পড়ুন : গাজীপুরের সালনা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য জমে উঠেছে, দালালদের দৌরাত্ম্য বেড়েছে