কাপাসিয়ায় নদীতে ভাসছিল যুবকের লাশ
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলার বারিষাব ইউনিয়নের বর্জাপুর এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে শনিবার লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া জানান, ওই লাশ নদে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।