গাজীপুরে উদ্ধারকৃত বনভূমিতে ‘মাতৃভাষা দিবসে’ বাউপাড়া বিটের বনায়ন
সাইফুল ইসলাম : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে গাজীপুরে উদ্ধারকৃত বনভূমিতে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়েছে।
বুধবার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিটের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকার হোটেল ও বিভিন্ন দোকানের পেছনের অংশে বনভূমি দখল করে বিভিন্ন সময়ে রান্নাঘরসহ বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছিল। ক্ষতি হচ্ছিল বনের।
বিষয়টি জানার পর পার্ক রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক ও বাউপাড়া বিট কর্মকর্তা আবুল কালাম সামসুদ্দিন মঙ্গলবার অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা মূল্যের আট শতাংশ বনভূমি উদ্ধার করেন।
বিট কর্মকর্তা আবুল কালাম সামসুদ্দিন ঘটনার আড়ালে-কে জানান, উদ্ধারকৃত বনভূমিতে বিশেষ দিনে বকুল, বহেরা, অর্জুন, বট ও জাম গাছের চারা রোপণ করা হয়েছে। সেখানে ব্যবসায়ীদের দখলে থাকা অবশিষ্ট বনভূমিও উদ্ধার করে বনায়ন করা হবে।