বগুড়া কারাগারের ছাদ ফুটো করে ৪ ফাঁসির আসামির পলায়ন, অতঃপর গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে মঙ্গলবার গভীর রাতে পালানো ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলেন নজরুল ইসলাম ওরফে মজনু (৬০), ফরিদ শেখ (২৮), আমির হোসেন (৩৮) ও জাকারিয়া (৩১)।
বুধবার জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানান, ওই আসামিরা রাত তিনটা ৫৬ মিনিটে কারাগারের প্রিজন সেলের ছাদ ফুটো করে পালিয়ে গিয়েছিলেন। খবর পেয়ে নদীর ওপারের চাষীবাজার এলাকা থেকে ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়।
বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম জানান, আসামিদের পলায়নের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি কারা কর্তৃপক্ষের কোন গাফিলতি বা নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখবে।