খুলনায় ছাত্র-পুলিশ সংঘর্ষ, কনস্টেবল সুমন নিহত

নিজস্ব প্রতিবেদক : খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বেধড়ক পিটুনিতে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

নিহত সুমন কুমার খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।

শুক্রবার সন্ধ্যায় নগরীর গল্লামারী কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।

মহানগর পুলিশ কমিশনার মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, কনস্টেবল সুমন নিহত হয়েছেন। আরও ২০-২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শিক্ষার্থীরা গণমিছিল নিয়ে গল্লামারী সেতুর ওপর অবস্থান নেন। পুলিশ গল্লামারী মোড় থেকে দফায় দফায় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে অনেক শিক্ষার্থী আহত হন।

সন্ধ্যা ছয়টার দিকে গল্লামারী কাঁচাবাজারে আন্দোলনকারীরা কয়েকজন পুলিশ সদস্যকে পেটান। এ সময় চার পুলিশ সদস্য একটি দোকানে আশ্রয় নেন।

কিছুক্ষণ পর তারা শাটার খুলে বাইরে বের হলে আন্দোলনকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। তখন পুলিশ সদস্যরা গুলি ছুড়েন।

এতে আন্দোলনকারীরা আরও উত্তেজিত হয়ে ওই কনস্টেবলকে ধরে বেধড়ক মারপিট করেন। এ সময় তিনি মারা যান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button