এবার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থানে বাংলাদেশের দুই ছাত্র

নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবের মক্কায় ৪৪ তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের দুই ছাত্র বিজয়ী হয়েছেন।

তারা হলেন রাজধানীর মারকাজুত তাহফিজের ছাত্র আনাছ বিন আতিক ও মারকাজু ফয়জিল কোরআন আল ইসলামীর ছাত্র মুয়াজ মাহমুদ।

তাদের মধ্যে আনাছ বিন আতিক প্রতিযোগিতার তৃতীয় গ্রুপে প্রথম স্থান ও মুয়াজ মাহমুদ চতুর্থ গ্রুপে প্রথম স্থান অর্জন করেন।

সৌদি আরবের ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১২৩টি দেশের ১৭৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

বুধবার এশার নামাজের পর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ বিজয়ী আনাছ বিন আতিকের হাতে ক্রেস্ট ও দুই লাখ রিয়াল এবং মুয়াজ মাহমুদের হাতে ক্রেস্ট ও দেড় লাখ রিয়াল তুলে দেন।

আরও খবর

Back to top button