শ্রীপুরে ডাকাতদের কোপে অটোচালক ও গণপিটুনিতে ডাকাত নিহত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে ডাকাতের দায়ের কোপে এক অটোরিকশা চালক ও গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার সাতখামাইর এলাকার গজারি বনের ভেতরে এ ঘটনা ঘটে।
নিহত অটোচালক আবুল কালাম (৪০) তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। আর নিহত ডাকাত আরিফের (৩০) গ্রামের বাড়ি কুমিল্লায়।
এলাকাবাসী চার ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় শফিকুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন তেলিহাটি ইউনিয়নের টেংরা এলাকার হাবিবুর রহমানের ছেলে শাকিল (২৫), শাহীনের ছেলে রিপন (১৯), শাহজাহানের ছেলে তাহসিন (১৮) ও গোসিংগা ইউনিয়নের পটকা এলাকার রমজান আলীর ছেলে কালাম (২৭)।
এজাহার সূত্রে জানা যায়, বাদীসহ তিনজন সমিল থেকে ভুসি আনার জন্য অটোরিকশা নিয়ে বরমী যাচ্ছিলেন। পথে সড়কে গাছ পড়ে থাকতে দেখে অটো থামে। এ সময় ডাকাতরা তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
এতে বাধা দেওয়ায় ডাকাতরা অটোচালককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন।
আহত চালককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারিক জানান, আটক ডাকাতরা পুলিশ হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।