জয়দেবপুরে অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ওসি
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের জয়দেবপুর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহম্মেদ বলেছেন, আমি অপরাধ দমন করতে ও জনগণের পাশে থাকতে এসেছি। রাজনৈতিক প্রভাব নয়, আইনই হবে মূল ভিত্তি।
থানার সম্মেলন কক্ষে গাজীপুর সাংবাদিক পরিষদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সাংবাদিকরা জয়দেবপুর থানার বিভিন্ন এলাকায় ডাকাতি, মাদক, জুয়া, জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই ও মামলা বাণিজ্যের চিত্র তুলে ধরেন। এর মধ্যে রাজেন্দ্রপুর ও আশপাশের এলাকায় রাতে ডাকাতির ঘটনায় উদ্বেগ জানানো হয়।
গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন বলেন, পুলিশের দায়িত্বশীলতা না থাকলে জনগণের আস্থা গড়ে ওঠে না। আপনি যদি রাজনৈতিক প্রভাব থেকে সরে এসে আইন অনুযায়ী কাজ করেন, তবে জয়দেবপুরবাসী উপকৃত হবে।
সভাপতি মো. মোজাহিদ বলেন, কিছু পুলিশ সদস্য মামলা বাণিজ্যে যুক্ত বলে অভিযোগ আছে। এসব বন্ধ না হলে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা পাল্টানো সম্ভব নয়।
সাধারণ সম্পাদক মেহেদী হাসান সবুজ বলেন, আমরা সব সময় শুনি পুলিশ জনগণের বন্ধু। আপনার প্রচেষ্টায় পুলিশ জনগণের সত্যিকারের বন্ধু হয়ে উঠুক, অপরাধ দমন হোক-এটাই প্রত্যাশা। আপনি যদি দখলদারদের পৃষ্ঠপোষকতার বদলে আইন অনুযায়ী ব্যবস্থা নেন, আমরা পাশে থাকব।
এ সময় ওসি তৌহিদ আহম্মেদ বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমন শুধু পুলিশের পক্ষে সম্ভব নয়। সাংবাদিকরা সমাজের চোখ-কান। বস্তুনিষ্ঠ প্রতিবেদন ও সঠিক তথ্য দিয়ে আমাদের সহায়তা করুন।
তিনি আরও বলেন, জমি দখল, মাদক ব্যবসা, ইভটিজিং, ছিনতাই, ডাকাতি-এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। থানায় এসে কেউ হয়রানির শিকার হোক, সেটা আমি চাই না।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম, নির্বাহী সদস্য সাঈদ চৌধুরী, জুবায়ের প্রধান, থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রব, পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা প্রমুখ।