গাজীপুরে নিটলের দখল থেকে কোটি টাকার বনভূমি উদ্ধার করে বনায়ন
নিজস্ব প্রতিবেদক : জাতীয় বৃক্ষরোপণ অভিযানের দিনে গাজীপুরে প্রায় এক কোটি টাকা মূল্যের বনভূমি উদ্ধার করে বনায়ন করা হয়েছে।
বুধবার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জাতীয় উদ্যান রেঞ্জের বাউপাড়া বিটে এ কার্যক্রম সম্পন্ন হয়।
সরেজমিনে জানা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে আড়াইশ প্রাসাদ মৌজার আরএস ৬৫১ নং দাগের প্রায় ১০ শতাংশ বনভূমি অনেক আগে দখল করেছিল নিটল মটরস লিমিটেড। সম্প্রতি প্রতিষ্ঠানটি সেখানে অবশিষ্ট অংশের বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ শুরু করে।
খবর পেয়ে বাউপাড়া বিট কর্মকর্তা আবুল কালাম সামসুদ্দিন গিয়ে বাধা দেন। কিন্তু নিটল মটরসের কর্মকর্তারা বাধা উপক্ষো করে রাতের আঁধারে কাজ অব্যাহত রাখেন।
পরে বিট কর্মকর্তা মিয়াবাড়ি সড়ক এলাকার স্পটটি থেকে নির্মাণ সামগ্রী জব্দ করেন। এ ঘটনায় একটি মামলাও করা হয়।
বিট কর্মকর্তা আবুল কালাম সামসুদ্দিন ঘটনার আড়ালে-কে জানান, বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তারের নির্দেশনায় নিটল মটরসের দখল থেকে ১০ শতাংশ বনভূমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বনভূমির বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
তিনি আরও জানান, ওই বনভূমিতে বহেরা, জারুল, পারুল, চিকরাশি ও অর্জুনের ২০০ চারা রোপণ করা হয়েছে। বন রক্ষায় তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।