দেশে গিয়ে খেলতে পারলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ : সাকিব
ডেস্ক নিউজ : দেশে হত্যা মামলায় অভিযুক্ত অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, যদি সুযোগ থাকে, আমি যদি দেশে গিয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সে কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে।
তিনি বলেন, তারা চেষ্টা করছে যে এটাকে কীভাবে সুন্দরভাবে আয়োজন করা যায়। যাতে করে আমি গিয়ে খেলতে পারি, নিরাপদ অনুভব করি এবং একই সঙ্গে যখন আমার দেশের বাইরে আসার দরকার হবে, দেশের বাইরে বের হতে যেন আমার কোন সমস্যা না হয়।
বৃহস্পতিবার ভারতের কানপুরে এক সংবাদ সম্মেলনে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান এসব কথা বলেন।