গাজীপুরে তারুণ্যের উৎসবে তায়কোয়ানডো প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর জেলা তায়কোয়ানডো প্রতিযোগিতা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর শহীদ বরকত স্টেডিয়ামে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে এ তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।
ইঞ্জিনিয়ার সুলতান হোসেন শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর মেট্রো থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, জেটেবের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন আকন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত দিনে ক্রীড়াঙ্গনে অনেক সমস্যা ছিল। আগামী দিনে যাতে আমরা খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ জাতি উপহার দিতে পারি।
অনুষ্ঠান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জেলা তায়কোয়ানডো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক মাসুদ রানা।
প্রাণবন্ত প্রতিযোগিতায় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রথম ও ধান গবেষণা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়েছে।