কাপাসিয়ায় হান্নান শাহ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : কাপাসিয়ায় হান্নান শাহ স্মৃতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার তরগাঁও সরদারবাড়ী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শনিবার রাতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সুপ্রিম কোর্টের আইনজীবী মতিউর রহমান।
তরগাঁও ইউনিয়ন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্যবসায়ী ও সমাজসেবক শোয়াইব খান।
তরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা মনিরুজ্জামান সোহাগ, জয়নাল আবেদীন, আলমগীর হোসেন, তারা ফকির, দেলোয়ার হোসেন, আজহার হোসেন, ফজলুল হক, মিজানুর রহমান মিজান, ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন ও স্বেচ্ছাসেবক দলের নেতা মোশারফ হোসেন।
টুর্নামেন্টে তরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাহিদুল হাসান সাকিবের সার্বিক সহযোগিতায় পৃষ্ঠপোষকতা করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোশারফ হোসেন মাঝি।