গাজীপুরের ভবানীপুর বিটে উচ্ছেদ অভিযান, ৩ একর বনভূমি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে উচ্ছেদ অভিযান চালিয়ে জবর দখলকৃত প্রায় তিন একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে।
রবিবার ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিটের বাঘের বাজারের পশ্চিমে চায়না টিন কারখানার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস। অভিযানে বন বিভাগকে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা সহযোগিতা করেন।
এ সময় সিএস ১৪৫১ নং দাগের প্রায় ৩০টি পাকা ও টিনশেড স্থাপনা এক্সকাভেটর দিয়ে গুঁড়িয়ে প্রায় তিন একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়।
এর মধ্যে তিন তলা ফাউন্ডেশনের একটি দোতলা ভবন রয়েছে। রফিক নামের একজন বনভূমি কিনে তড়িঘড়ি করে ওই বাড়ি নির্মাণ করেন।
বিষয়টির ওপর গত ২১ জানুয়ারি ঘটনার আড়ালে-তে ‘গাজীপুরের ভবানীপুর বিটে বেপরোয়া দখল বাণিজ্যে ফরেস্টার মিজান টইটম্বুর’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে চলে ব্যাপক তোলপাড়।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়। অভিযানের আগে বনভূমি দখলকারীদের নোটিশ ও নিজ দায়িত্বে মালামাল সরিয়ে নেওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়।
ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম ঘটনার আড়ালে-কে বলেন, উদ্ধারকৃত বনভূমির ফাঁকে ফাঁকে বিভিন্ন প্রজাতির প্রায় এক হাজার চারা রোপণ করা হয়েছে। রাবিশগুলো সরানোর পর পুরো বনভূমিতে বনায়ন করা হবে।
অভিযানটি তত্ত্বাবধান করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার।
অভিযানে উপস্থিত ছিলেন সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেন, জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা শাকেরা আক্তার শিমু, ভবানীপুর বিটের নতুন বিট কর্মকর্তা নাসির উদ্দিন, ভবানীপুর থেকে বারুইপাড়া বিটে বদলি হওয়া বিট কর্মকর্তা মিজানুর রহমান, বাউপাড়া বিট কর্মকর্তা আবুল কালাম সামসুদ্দিন, রাজেন্দ্রপুর পশ্চিম বিট কর্মকর্তা হাফিজুর রহমান, বিকেবাড়ি বিট কর্মকর্তা কামরুজ্জামান মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, ওই বনভূমি স্থানীয় নুরুল ইসলামের স্ত্রী আমেনা খাতুন ওরফে লিটুর মা প্লট আকারে বিক্রি করেন। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর তাতে অবাধে বাড়িঘর নির্মাণের কাজ শুরু হয়।
বিট কর্মকর্তা মিজানুর রহমান নতুন স্থাপনা নির্মাণকারীদের কাছ থেকে এক দালালের মাধ্যমে আট লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ। তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে।
আরও পড়ুন : গাজীপুরের ভবানীপুর বিটে বেপরোয়া দখল বাণিজ্যে ফরেস্টার মিজান টইটম্বুর!