টঙ্গী ইজতেমার দখল নিয়ে দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ, নিহত ৩
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও ভারতের মাওলানা সাদপন্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
এতে এ পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ১০০ মুসল্লি।
নিহতরা হলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০), ঢাকার দক্ষিণখান থানার বেড়াইদ এলাকার বেলাল হোসেন (৬০) ও বগুড়ার তাজুল ইসলাম (৬৫)।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিব ইস্কান্দার জানান, মঙ্গলবার গভীর রাতে ইজতেমা ময়দানে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।
মুসল্লিরা জানান, রাত আড়াইটার দিকে মাওলানা সাদের অনুসারীরা ইজতেমা ময়দানে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। প্রথমে দুজন নিহত ও অনেকে আহত হন।
আহতদের টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার ঢাকা মেডিকেলের সামনেও উত্তেজনা দেখা দেয়।