কাপাসিয়ার শিক্ষক দম্পতির কন্যা কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে দ্বিতীয়

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ার পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সাইয়ারা জান্নাত লাবিবা কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়েছে।

রাজধানীর মিরপুরে অবস্থিত ঢাকা পিটিআই মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৪-এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

এর আগে লাবিবা ঢাকা বিভাগে প্রথম স্থান অর্জন করে। সে ২০২১, ২০২২ ও ২০২৩ সালে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়েছিল।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত শিক্ষা পদক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি।

বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবদুস সামাদ।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, ঢাকায় বৃহত্তর পরিসরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, লাবিবা উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নাশেরা গ্রামের শামসুল হুদা লিটনের মেয়ে। তার বাবা তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক ও কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং মা মোছলিমা আক্তার সুইটি বর্তমানে বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আরও খবর

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker