জাহাঙ্গীরনগরে ছাত্রলীগ নেতা শামীম হত্যাকাণ্ডে সমন্বয়ক লাবিবকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক : সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আহসান লাবিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংগঠনটির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
অভিযুক্ত আহসান লাবিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।
বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত সহিংসতায় অংশগ্রহণের অভিযোগ থাকায় আহসান লাবিবকে সমন্বয়ক পদ থেকে অব্যাহতি প্রদান করা হল। তদন্ত সাপেক্ষে দোষী সাব্যস্ত হলে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে।
এর আগে বুধবার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ মোল্লাকে দুই দফা মারপিট করা হয়। পরে গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।