টঙ্গীর কেরানিরটেক ও জাভান হোটেলে অভিযান, মাদক-পতিতাসহ গ্রেফতার ১৮২

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর কেরানিরটেক বস্তি ও আমতলীর বিলাসবহুল জাভান হোটেলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী।

রবিবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে সোমবার সকাল পর্যন্ত পৃথক অভিযান দুটি চালানো হয়।

এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা, মাদক ব্যবসায়ী ও পতিতাসহ ১৮২ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রথম অভিযানে কেরানিরটেক বস্তির বিভিন্ন ঘর থেকে ১০ কেজি গাঁজা, দুই হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ বোতল ফেনসিডিল, ২০ বোতল মদ, তিন ভরি স্বর্ণ, রামদা, চাপাতি ও ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

দ্বিতীয় অভিযানে জাভান হোটেল থেকে তিন হাজার ৪৯৪ ক্যান বিয়ার ও ৫৯৮ বোতল বিদেশি মদ জব্দ করে যৌথ বাহিনী। এ ছাড়া পতিতা ব্যবসায় লিপ্ত ২৭ নারী ও ৩২ পুরুষসহ হোটেলের ১৮ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় হোটেল থেকে পালাতে গিয়ে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মিজানুর রহমান মিল্টন (৫৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে।

মিল্টন হোটেলটির মালিক শেখ বাদলের খালাতো ভাই। ২০১৬ সালে সেনাবাহিনী থেকে অবসরের পর তিনি জাভানে চাকরি করতেন।

সেনাবাহিনীর আশকোনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও পুলিশের পাঁচ শতাধিক সদস্য অংশ নিয়েছেন। গ্রেফতারকৃতদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button