যারা মন্দির-মাজার ভাঙছে, তারা গণ-অভ্যুত্থানের শত্রু : নাগরিক কমিটি
নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, মন্দির-মাজার যারা ভাঙছে, তাদের বিরুদ্ধে এখনো কেন আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে না? এই প্রশ্ন আমরা সরকারের কাছে রাখছি।
তিনি বলেন, যারা এসব কাজে জড়িত, তাদের উদ্দেশে আমরা বলতে চাই, তারা দেশ ও গণ-অভ্যুত্থানের শত্রু। ফ্যাসিবাদের বিভিন্ন দেশি-বিদেশি মিত্রশক্তি এই মুহূর্তে গণ-অভ্যুত্থানকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির মুখপাত্র এসব কথা বলেন।
সামান্তা শারমিন বলেন, আমাদের মনে রাখতে হবে, যারা এসব ঘটাচ্ছে, তারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়াচ্ছে। এসব নিয়ে সরকারের কাছ থেকে যে প্রতিক্রিয়া মানুষ আশা করছিল, তা পূরণ করতে পারেনি সরকার।
তিনি বলেন, যে কোন ইস্যুতে সরকারের তৎপরতা খুবই মন্থর ও ধীরগতির। সরকারকে মনে রাখতে হবে, তারা গণ-অভ্যুত্থানের সরকার। ছাত্র-জনতার আকাঙ্ক্ষা যদি তারা ধারণ করতে না পারে, তা হবে দেশের জন্য সবচেয়ে ক্ষতিকর।
জনগণের উদ্দেশে মুখপাত্র বলেন, অভ্যুত্থান রক্ষার দায়িত্ব আপনাদের। যারাই অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের সামাজিকভাবে প্রতিহত করুন। সবাইকে মনে রাখতে হবে, আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ।