গাজীপুরে ‘শ্রমিক বিক্ষোভ’ থেকে বিগবস কারখানায় আগুন
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে শ্রমিক বিক্ষোভ থেকে একটি পোশাক কারখানায় আগুন দেওয়া হয়েছে।
বুধবার নগরীর কাশিমপুর থানার সারাবো এলাকার বিগবস করপোরেশন লিমিটেডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেক্সিমকো গ্রুপের কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এক পর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে অন্যান্য কারখানা বন্ধের জন্য হামলা ও ভাঙচুর করেন।
বেলা সাড়ে ১১টার দিকে শ্রমিকরা বিগবস কারখানার ওয়্যার হাউজে আগুন ধরিয়ে দেন। এতে অনেক কাপড় ও মালামাল পুড়ে যায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে তাদের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গেলে শ্রমিকরা একটি গাড়িতে ভাঙচুর করেন। পরে সেনাবাহিনীর সহযোগিতায় সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও জানান, একদল উশৃঙ্খল শ্রমিক আগুন দিয়েছেন বলে শোনা গেছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।