হবিগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ১
নিজস্ব প্রতিবেদক : সিলেটের হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে একজন নিহত হয়েছেন।
শুক্রবার বিকেলে শহরের টাউন হল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাক মিয়া (২৪) পেশায় শ্রমিক। তিনি জুতা কিনতে এসে সংঘর্ষের মধ্যে পড়েন।
এ ব্যাপারে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান কিছু জানেন না বলে সাংবাদিকদের জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিলের অংশ হিসেবে শিক্ষার্থীরা জুমার নামাজের পর বোর্ড মসজিদের সামনে অবস্থান নেন। এ সময় পূর্ব টাউন হল এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।
পরে জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা সংহতি প্রকাশ করে শিক্ষার্থীদের মিছিলে যোগ দেন। মিছিল এগোলে তাদের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়।
তখন সেখানে পুলিশ গেলে শিক্ষার্থীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এক পর্যায়ে পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়।