নির্বাচনী তফসিল বাতিল ও রাজবন্দিদের মুক্তি দাবিতে জেটেবের সমাবেশ
নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিল করে নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেব আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
এতে ইঞ্জিনিয়ার আবদুর রশিদ মিয়ার সভাপতিত্বে ও জেটেবের আহ্বায়ক সদস্য ইঞ্জিনিয়ার জুয়েল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংস্কৃতিক ঐক্যজোটের চেয়ারম্যান রফিকুল ইসলাম, ডা. মীর্জা মোস্তাফিজুর রহমান লিটন, মেডিকেল টেকনোলজিস্টের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, জেটেবের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সুলতান হোসেন শিশির, ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার আবু রায়হান ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা গণগ্রেফতার বন্ধ, সকল রাজবন্দির মুক্তি ও টেক্সটাইল সেক্টরকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।