গাজীপুরে বনে আগুন প্রতিরোধে বন বিভাগের মতবিনিময় সভা

মেহেদী হাসান সবুজ : গাজীপুরে বনে আগুন দেওয়া প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলার ভবানীপুর লুটিয়ারচালা এলাকায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

এতে সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার।

বিশেষ অতিথি ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবাইয়া ইসলাম, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা, জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক, কবি শাহান সাহাবুদ্দিন, ইউপি মেম্বার আবিদ হোসেন বাবুল প্রমুখ।

ডিএফও তার বক্তব্যে বলেন, আপনি বনের জমিতে ঘর বানিয়ে থাকেন, এখন বন্যপ্রাণী যদি আপনার বাড়িতে ওঠে, দোষ কার? বনের প্রাণীরা যদি খাবারের খোঁজে আপনার বাড়ির আশেপাশে আসে, তবে তাদেরকে আঘাত করবেন না। কারণ তারা বন ও পরিবেশেরই একটা অংশ।

উপকারভোগীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের সজাগ থাকতে হবে। বনে কাউকে আগুন দিতে দেখলে নিকটতম বিট অফিসে খবর দিবেন।

ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা বলেন, আমরা বনভূমি রক্ষায় কাজ করে যাচ্ছি। যখনই বন বিনষ্ট ও দখলের সংবাদ পাই, প্রতিরোধের চেষ্টা করি, অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসি। বনে যাতে কেউ আগুন দিতে না পারে, টহল বাড়ানো হয়েছে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আফাজ উদ্দিন কাইয়া, আওয়ামী লীগ নেতা ফিরোজ মিয়া, ভবানীপুর বিট কর্মকর্তা মিজানুর রহমান, বারুইপাড়া বিট কর্মকর্তা নাসির উদ্দিন, বাউপাড়া বিট কর্মকর্তা আবুল কালাম সামসুদ্দিন, রাজেন্দ্রপুর পশ্চিম বিট কর্মকর্তা কামরুজ্জামান মোল্লা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button