কাপাসিয়ায় সাংবাদিক লিটনকে আটকের পর ‘নাশকতা মামলায়’ চালান
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাপাসিয়ায় এক সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত শামসুল হুদা লিটন দুর্গাপুর ইউনিয়নের নাশেরা গ্রামের মরহুম শুক্কুর আলীর ছেলে। তিনি দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি। একই সঙ্গে কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও তারাগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক।
বুধবার বিকেলে কলেজ থেকে উপজেলা শহরের বাসায় ফেরার পথে সাদা পোশাকধারী পুলিশ শামসুল হুদা লিটনকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে রায়েদ ইউনিয়নের বড়হর এলাকায় গত ৫ অক্টোবর জামায়াত-শিবিরের সরকার ও রাষ্ট্রবিরোধী একটি ঘটনা দেখিয়ে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। মামলা নম্বর ১০।
সাংবাদিক লিটনের স্ত্রী স্কুলশিক্ষক মোছলিমা আক্তার সুইটি জানান, তার স্বামী কোন রাজনৈতিক দলের পদ-পদবিতে না থাকলেও ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। মামলার এজাহারেও তার নাম নেই।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া জানান, গ্রেফতারকৃত লিটন এজাহারভুক্ত আসামি নন। মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
এদিকে সাংবাদিক লিটনকে গ্রেফতারের ঘটনায় কাপাসিয়া ও গাজীপুরের সাংবাদিকরা তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন।