কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন : ২ কারখানায় ভাঙচুর, ১৬ গাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে দুটি পোশাক কারখানায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ১৬টি গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।

উপজেলার পূর্ব চন্দ্রা বোর্ডমিল এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শ্রমিকরা সকাল থেকে বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেন। দুর্বৃত্তরা প্রথমে ফর্টিস পোশাক কারখানায় ঢুকে ভাঙচুর চালায় ও কারখানা চত্বরে থাকা তিনটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস ও চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।

পরে দুর্বৃত্তরা লিডা টেক্সটাইলে ঢুকে কারখানার গ্লাস ভাঙচুর এবং চারটি প্রাইভেটকার, দুটি কন্টেইনারবাহী গাড়ি ও একটি মিনিবাসে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অপরদিকে দুপুর দেড়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় শ্রমিকরা একটি মালবাহী ট্রাক ও পিকআপে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ধাওয়া দিলে দফায় দফায় সংঘর্ষ হয়।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর পুলিশ সুপার সারোয়ার আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের শান্ত থাকতে অনুরোধ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button