জাহাঙ্গীর আলমকে দ্বিতীয়বারের মত ক্ষমা করে দিল আ.লীগ
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দ্বিতীয়বারের মত ক্ষমা করে দিল আওয়ামী লীগ।
শনিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত চিঠিতে তাকে ক্ষমার কথা জানানো হয়।
এতে বলা হয়, আওয়ামী লীগের স্বার্থ, আদর্শ, শৃঙ্খলা তথা গঠনতন্ত্র ও ঘোষণাপত্র পরিপন্থী কর্মকাণ্ডে সম্পৃক্ততার জন্য ইতিপূর্বে আপনাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে ক্ষমাপ্রার্থীদের প্রতি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাধারণ ক্ষমা ঘোষণা করে। সেই সূত্রে আপনার প্রতিও ক্ষমা প্রদর্শন করা হল।
চিঠিতে আরও বলা হয়, ভবিষ্যতে কোন ধরনের সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হলে তা ক্ষমার অযোগ্য বিবেচিত হবে।
২০২১ সালের ১৯ নভেম্বর দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে গাজীপুর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
চলতি বছরের ২১ জানুয়ারি বিশেষ ক্ষমায় জাহাঙ্গীর আলম দলে ফিরেন। কিন্তু গত সিটি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে তার মা জায়েদা খাতুনকে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী করায় আবার তাকে স্থায়ী বহিষ্কারের ঘোষণা দেয় আওয়ামী লীগ।
জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, আমাকে ক্ষমা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি দেশ ও জনগণের জন্য নিবেদিত হয়ে কাজ করে যেতে চাই।