গাজীপুরে মন্ডল গ্রুপের টয়লেটের বর্জ্য মহাসড়কে, জনসাধারণ অতিষ্ঠ
ঘটনার আড়ালে প্রতিবেদন : গাজীপুরে মন্ডল গ্রুপের পোশাক কারখানার টয়লেট বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কে। এতে ব্যবসায়ী ও পথচারীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
সরেজমিনে জানা যায়, গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন বাঘের বাজার এলাকায় মন্ডল গ্রুপের মন্ডল ইন্টিম্যাটস কারখানা। মহাসড়কের পাশে দুটি এবং এর পূর্ব ও দক্ষিণ পাশে দুটি বহুতল ভবন। শ্রমিকের সংখ্যা কয়েক শত।
বৃহৎ কারখানাটির পয়োনিষ্কাশন ব্যবস্থা নেই। বৃষ্টি হলে দিনে ও বৃষ্টি না হলে গভীর রাতে টয়লেটের বর্জ্য পাইপ দিয়ে মহাসড়কে ছেড়ে দেওয়া হয়। এতে দুর্গন্ধে জনসাধারণের চলাচল চরম অস্বস্তিকর হয়ে ওঠে।
স্থানীয় রোকন উদ্দিন ঘটনার আড়ালে-কে বলেন, গত ৪ আগস্ট মহাসড়কে বর্জ্য ছাড়ার সময় প্রতিবাদ করলে সাময়িক বন্ধ করা হয়। পরদিন আবার বর্জ্য ফেলা হয়।
বাজারের ব্যবসায়ী আল-আমিন বলেন, বর্জ্যের দুর্গন্ধে নাকে রুমাল চেপে রাখতে হয়। নারী ও শিশুরা বমি করে দেয়।
যুবলীগ নেতা এরশাদ হোসেন বলেন, বর্জ্যের পানির কারণে মোটরসাইকেল স্লিপ কেটে দুর্ঘটনা ঘটছে। আমি কয়েকবার প্রতিবাদ করেছি। তারপরও বর্জ্য ফেলা হচ্ছে।
বাজারের একাধিক ক্রেতা বলেন, যখন বর্জ্য ছাড়া হয়, তখন চায়ের দোকান ও হোটেল থেকে কিনে কিছু খাওয়া যায় না। দুর্গন্ধে বমি চলে আসে।
ডেকোরেটর ব্যবসায়ী মনির সরকার বলেন, কারখানার সেপটিক ট্যাংক ছোট থাকার কারণে দ্রুত ভরে যায়। পরে মটর লাগিয়ে বর্জ্য মহাসড়কের ওপরে ফেলা হয়। এখান দিয়ে স্থানীয় দুটি স্কুলের শিক্ষার্থীরা নিয়মিত আসা-যাওয়া করে। প্রশাসনের কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
এলাকাবাসী জানান, প্রতিষ্ঠানটির মালিক আবদুল মমিন মন্ডল। তিনি সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য। কর্মকর্তারা এভাবে বর্জ্য ফেলে দীর্ঘদিন ধরে অত্যাচার করলেও দায়িত্বশীল কেউ এগিয়ে আসছেন না।
এ ব্যাপারে কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমানের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সিকিউরিটি ইনচার্জ সৈয়দ জাফর ঘটনার আড়ালে-কে বলেন, বর্জ্য একটি গাড়ি দিয়ে হামজা কেমিক্যাল কারখানার দক্ষিণে মহাসড়কের ব্রিজের পাশে ফেলা হয়। খুব অসুবিধায় পড়লে তারা মহাসড়কে ফেলেন।