সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও লেখক শাহরিয়ার কবির রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক : একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে সাত দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ছানাউল্যাহ এ আদেশ দেন।
এর আগে সকালে কড়া পুলিশি পাহারায় হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে তাদেরকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।
গত ৫ আগস্ট ভাষানটেক থানার দিগন্ত ফিলিং স্টেশনের সামনে ছাত্র-জনতার বিজয় মিছিলে ফজলু নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই মামলায় শ্যামল দত্তকে গ্রেফতার দেখানো হয়েছে।
গত ১৮ জুলাই লিজা নামের এক তরুণী সিদ্ধেশ্বরীর একটি ভবনে অবস্থান করছিলেন। তখন হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত হয়ে তিনি ২২ জুলাই মারা যান। এই মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে গ্রেফতার দেখানো হয়েছে।
উল্লেখ্য, ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। আর শাহরিয়ার কবিরকে সোমবার রাতে বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয়।