শ্রীপুরে ‘রহমত আলীর দুর্গে’ হানা দিতে ট্রাক নিয়ে সবুজের লড়াই
ঘটনার আড়ালে প্রতিবেদন : গাজীপুরের শ্রীপুর জেলার বৃহত্তম উপজেলা ও অন্যতম শিল্প এলাকা। এখানে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি প্রতিনিয়ত নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এসব প্রতিরোধে প্রশাসনের কার্যকর ব্যবস্থা গ্রহণের ঘাটতি রয়েছে।
একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ ও জনসাধারণের ভোগান্তি লাঘবে বিভিন্ন জনপ্রতিনিধিরাও আশানুরূপ ভূমিকা রাখছেন না। কেউ কেউ নিজে ও তার লোকজন দিয়ে অপরাধ জিইয়ে রেখে ব্যবসা-বাণিজ্য ও সুবিধা ভোগ করছেন।
শ্রীপুরের সঙ্গে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়, পিরুজালী ও মির্জাপুর ইউনিয়ন নিয়ে গাজীপুর-৩ আসন গঠিত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে প্রথম নারী প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত রহমত আলীর মেয়ে ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপক রুমানা আলী টুসি। রাজনীতিবিদ রহমত আলী এই আসনে পাঁচবার সংসদ সদস্য ও একবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।
তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তার প্রতীক ট্রাক।
এই দুই হেভিওয়েট প্রার্থীর প্রচার-প্রচারণায় নির্বাচন জমে উঠেছে। একে অপরকে লক্ষ্য করে কথার ঢিল ছুড়ছেন। ভূমিদস্যুতা ও চাঁদাবাজির প্রসঙ্গ বারবার বক্তব্যে আসছে।
নৌকার মনোনয়ন পাওয়ার পর থেকেই ছোট বোন টুসির সঙ্গে মাঠ চষে বেড়াচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান দুর্জয়। তিনি সাংসদ ইকবাল হোসেন সবুজকে উদ্দেশ্য করে বলে আসছেন, মুজিব কোট গায়ে দিলেই আওয়ামী লীগ হওয়া যায় না। দর্শনে-বিশ্বাসে-আদর্শে মুজিবকে ধারণ করতে হয়, শেখ হাসিনাকে ধারণ করতে হয়। খেলা হবে আপনার সাথে।
রুমানা আলী টুসি বিভিন্ন স্থানে গণসংযোগে বলেছেন, আমার পিতা দীর্ঘদিন এই আসনের এমপি ছিলেন। আপনারা উনাকে ভালোবাসা দিয়েছেন। আমিও চাই আমার পিতার মত আপনাদের পাশে থেকে সেবা করতে।
বিপরীতে ইকবাল হোসেন সবুজ বিভিন্ন এলাকায় গণসংযোগে বলে আসছেন, শান্তি ও উন্নয়নের প্রতীক হচ্ছে ট্রাক। ট্রাক মার্কায় ভোট দিলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
জামিল হাসান দুর্জয়কে ইঙ্গিত করে সাংসদ বলছেন, তিনি করোনা মহামারিসহ বিভিন্ন সময়ে মানুষের পাশে ছিলেন। এবার নির্বাচিত হলে গাজীপুর-৩ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
ইকবাল হোসেন সবুজ আরও বলেছেন, নির্বাচনের সময় আসলে শীতের পাখির সংখ্যা বেড়ে যায়। আমরা তৃণমূল থেকে রাজনীতি করে ওঠে আসা মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নৌকায় ভোট দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।
জবাবে রুমানা আলী টুসি বলেছেন, মানুষ মুখিয়ে আছে নৌকার পক্ষে ভোট দেওয়ার জন্য। নৌকার জয় হবেই। নৌকার জনস্রোত দেখে এমন কথা ছড়ানো হচ্ছে।
এদিকে ইকবাল হোসেন সবুজের পথসভা ও সমর্থকদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। তাতে কয়েকজন আহত হয়েছেন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উভয় পক্ষকে একাধিকবার শোকজ ও জরিমানা করা হয়েছে।
সাধারণ ভোটাররা বলছেন, যিনি মানুষের জন্য কাজ করবেন, এলাকার উন্নয়ন করবেন, তাকেই বেছে নেওয়া উচিত।রাজনীতিবিদরা ভালো কাজের মধ্য দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকেন। আর যারা ক্ষমতা পেয়ে অপব্যবহার করেন, তারা নিন্দিত হয়ে এক সময় ঝরে পড়েন।
উল্লেখ্য, গাজীপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা পাঁচ লাখ ২৩ হাজার ৯০ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৬৩ হাজার ৫৭ জন ও নারী ভোটার দুই লাখ ৬০ হাজার ৩৩ জন। মোট ভোট কেন্দ্র ১৮০টি।