গাজীপুরে জাহাঙ্গীর আলমের কোন কথা বিবেচনায় নেন না মুক্তিযুদ্ধমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যারা প্রার্থী হয়েছে, তাদের ধন্যবাদ জানাই। তবে অনেকে যে ভাষায় কুৎসা রটনা করছে, তা দুঃখজনক।
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ত্রীর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের পক্ষে মাঠে নেমেছেন।
এ প্রসঙ্গে মোজাম্মেল হক বলেন, জাহাঙ্গীর আলমের কোন কথা আমি বিবেচনায় নিই না। তার কথা বিবেচনা করার মত লোক তিনি এখনো হননি। যখন হবেন, তখন বিবেচনা করব।
রবিবার কালিয়াকৈরের মৌচাক এলাকায় এক মতবিনিময় সভায় মুক্তিযুদ্ধমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, আপনারা জানেন এক সময় কালিয়াকৈরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাজনৈতিকভাবে অরাজকতা ছিল। আমি চেষ্টা করেছি যেন এখানে শান্ত পরিবেশ থাকে।
তিনি আরও বলেন, কালিয়াকৈরে যেন রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড না হয়, সেটি খেয়াল রেখেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামী ৭ জানুয়ারি মানুষ ভোট দিয়ে মিথ্যাচারের দাঁতভাঙা জবাব দিবে।