শ্রীপুরে জলিলকে হারিয়ে প্রতিমন্ত্রীর ভাই দুর্জয়ের জয়

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসির বড় ভাই জামিল হাসান দুর্জয় বিজয়ী হয়েছেন।

তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ৭০ হাজার ১৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জলিল আনারস প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৫৩২ ভোট।

মঙ্গলবার ভোট গ্রহণ শেষে রাত দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার শোভন রাংসা এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের এই দুই নেতার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দুর্জয় ৬ হাজার ৬২৪ ভোট বেশি পেয়ে প্রথমবারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি প্রয়াত সাংসদ অ্যাডভোকেট রহমত আলীর ছেলে।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুর্জয়ের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিল নির্বাচন কমিশন। পরে হাইকোর্টের আদেশে ভোটের এক দিন আগে তিনি প্রার্থিতা ফিরে পান।

অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা রহমান বিজয়ী হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button