গাজীপুরের বাঙ্গালগাছে ২ ভাইকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার দিকে নগরীর বাঙ্গালগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার মহিষকুড়া এলাকার আবুল কাশেমের ছেলে শফিকুল ইসলাম (৩২) ও শুক্কুর আলী (২৫)।
নিহতদের পরিবার জানায়, শফিকুল বাঙ্গালগাছ এলাকায় পরিবার নিয়ে ভাড়া থেকে বলাকা পরিবহনের হেলপার হিসেবে কাজ করতেন ও শুক্কুর আলী অটোরিকশা চালাতেন। বিকেলে তারা বরশি দিয়ে মাছ ধরতে যান। সন্ধ্যায় বাসায় ফেরার পথে তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়।
শফিকুলের স্ত্রী সুমাইয়া জানান, তার স্বামীর সঙ্গে কাঠ ব্যবসায়ী হিমেল ও হিমেলের ভাই সুমনের লেনদেন নিয়ে দ্বন্দ্ব ছিল। কয়েক দিন আগে মারামারিও হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।