কালীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অটোর ৫ যাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অটোর পাঁচ যাত্রী নিহত ও অটোচালক আহত হয়েছেন।
কালীগঞ্জ-টঙ্গী বাইপাস সড়কের মুলগাঁও মাদ্রাসা এলাকায় শনিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুরের আখড়াশাল এলাকার আবদুর রহমানের স্ত্রী রাবেয়া বেগম (৭০), ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর ছেলে আমান উল্লাহ (৫), গাজীপুরের নোয়াগাঁও এলাকার সুভাষ কর্মকারের ছেলে অমল কর্মকার (৩৯) ও সাতক্ষীরা সদরের হাজীপুর এলাকার মগরব আলীর ছেলে নাজমুল হোসেন (৩৫)।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেওয়ার পর আহত শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে লাশগুলো উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে।