কাপাসিয়ার কৃতী ছাত্রী লাবিবাকে অভিনন্দন জানালেন প্রতিমন্ত্রী রিমি

নিজস্ব প্রতিবেদক : কবিতা আবৃত্তিতে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনকারী গাজীপুরের কাপাসিয়ার পাবুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী সাইয়ারা জান্নাত লাবিবাকে বিভিন্ন ব্যক্তিরা অভিনন্দন জানাচ্ছেন।

উপজেলার বারিষাব ইউনিয়নের গিয়াসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শুক্রবার প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

অনুষ্ঠানে তিনি লাবিবাকে মঞ্চে ডেকে নিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করে উৎসাহ দেন। এ সময় অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও দর্শকরা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানান।

টুর্নামেন্টে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা সানজিদা আমীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম, বারিষাব ইউপি চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু, কাপাসিয়া সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

উল্লেখ্য, সাইয়ারা জান্নাত লাবিবা তারাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামসুল হুদা লিটন ও বেগুনহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলিমা আক্তার সুইটির ছোট মেয়ে। সে গত বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় শিক্ষা পদক প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের উপস্থাপনা করে।

এ সময় প্রধানমন্ত্রী শিশুদের উপস্থাপনা, কবিতা আবৃত্তি, একক অভিনয়, দলীয় নৃত্য ও গান শুনে মুগ্ধ হন। তিনি অনুষ্ঠান শেষে শিশুদের জড়িয়ে ধরে আদর করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button