গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ব নিলেন মেয়র জায়েদা
নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত নারী মেয়র জায়েদা খাতুন আনুষ্ঠানিকভাবে নগর ভবনের দায়িত্ব নিয়েছেন।
এ উপলক্ষে সোমবার নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে অভিষেক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে জায়েদা খাতুন বলেন, আপনারা ভোট দিয়ে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। আমার আগেও ছেলে জাহাঙ্গীর আলমকে জয়যুক্ত করেছিলেন। আমি কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের অনুরোধ জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা এবং আমার ছেলে জাহাঙ্গীর আলমের অভিজ্ঞতা কাজে লাগিয়ে একটি সুন্দর ও আধুনিক নগর উপহার দেব। এ জন্য আমি সহযোগিতা চাই।
এ সময় সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেন, কেউ শহরের ক্ষতি করবেন না। মায়ের সঙ্গে থেকে এ সিটির জন্য কাজ করব।
উল্লেখ্য, গত ২৫ মে অনুষ্ঠিত জিসিসি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানকে ১৬ হাজার ১৯৭ ভোটের ব্যবধানে পরাজিত করেন।