গাজীপুরে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তদের আগুন
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে দুটি ও কালিয়াকৈরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এর মধ্যে নগরীর পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিয়াকৈরের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাতে পূর্ব চান্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তেলিপাড়া এলাকার টিএন্ডটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়া হয়। এতে বিদ্যালয় দুটির বেশ কয়েকটি কক্ষ পুড়ে গেছে।
টিএনটি স্কুলের প্রধান শিক্ষক ওসমান আলী জানান, রাত তিনটার দিকে নৈশপ্রহরীর কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে তিনি ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অপরদিকে আগুনে কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষ ও প্রয়োজনীয় কাগজপত্রসহ কিছু বই পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।